হোম > সারা দেশ > বরিশাল

গাছ কাটতে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বিরোধপূর্ণ জমির গাছ কাটতে বাধা দেওয়ায় রেখা বেগম (২৮) নামের ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বরিশালের বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আহত ওই নারীর স্বামী মো. মর্তুজা খান বাদী হয়ে, সুজন খান (৩০) ও তার পিতা জাহাঙ্গির খান (৮০) কে আসামি করে বানারীপাড়া খানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

জানা যায়, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের মর্তুজা খানের সঙ্গে একই বাড়ির জাহাঙ্গির খানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাহাঙ্গির খান ও তাঁর ছেলে সুজন খানসহ তাদের লোকজন মর্তুজা খানের পৈতৃক সম্পত্তিতে তাদের রোপণ করা মেহগনিসহ বিভিন্ন প্রজাতের গাছ কেটে নেয়। এ সময় তাদের বাধা দিতে গেলে মর্তুজা খানের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখা বেগমকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এ সময় তাঁর চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এসে তাঁকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন। 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক