হোম > সারা দেশ > ভোলা

জ্বালানি খরচবিহীন সেচযন্ত্র তৈরি করে এলাকায় আলোড়ন তুলেছেন কৃষক

প্রতিনিধি, লালমোহন, (ভোলা) 

ভোলার লালমোহনে পানির স্রোত কাজে লাগিয়ে অভিনব এক সেচযন্ত্র তৈরি করেছেন অলিউল্লাহ নামে এক কৃষক। লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের ওই কৃষক স্থানীয় খালে সেচযন্ত্রটি বসিয়ে পরীক্ষামূলকভাবে পানি উত্তোলন শুরু করেছেন। 

এরই মধ্যে তাঁর এই অভিনব যন্ত্র স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেচযন্ত্রটি দেখতে প্রতিদিনই ওই খালের পাড়ে ভিড় করছে উৎসুক জনতা। 

সেচযন্ত্রটিতে দেখা দেখা গেছে, লোহার অ্যাঙ্গেল, প্লেনশিট ও প্লাস্টিক পাইপ দিয়ে ২০ হাজার টাকা ব্যয়ে এই সেচযন্ত্র তৈরি করেছেন। যন্ত্রটিতে আটটি পাখা লাগানো রয়েছে, যা পানির স্রোতের সাহায্যে অনবরত ঘুরতে থাকে। প্রতিটি পাখার ওপরে পিভিসি পাইপ লাগানো হয়েছে এবং ওই সব পাইপের ভেতরে কয়েল পাইপ লাগিয়ে তা একটি কনটেইনারে সন্নিবেশিত করা হয়েছে। এতে করে জোয়ারের প্রভাবে যখন পাখাগুলো ঘুরতে থাকে, তখন পিভিসি পাইপগুলো পানি ভর্তি হয়ে কয়েল পাইপের মাধ্যমে কনটেইনারে ভর্তি হয়। আর কনটেইনার থেকে আরেকটি পাইপের সাহায্যে জমিতে অনবরত পানি সেচ চলতে থাকে।

যন্ত্রটিকে প্রাথমিক পর্যায়ে জোয়ারের স্রোতনির্ভর করে তৈরি করা হয়েছে। তবে এটিকে আরও আধুনিকায়ন করা হলে জোয়ার-ভাটা উভয় সময়েই পানি উত্তোলন করা যাবে। কৃষকদের সেচকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেচযন্ত্রটি, এমনটা দাবি কৃষক অলিউল্লাহর।

এই সেচযন্ত্র প্রস্তুতকারক কৃষক অলিউল্লাহ বলেন, বিদ্যুৎ ও ইঞ্জিনের সাহায্যে সেচ ব্যবহার করে প্রতি ৮ শতাংশ জমিতে চাষাবাদে কৃষকদের প্রায় ৬৫০ টাকা খরচ করতে হয়। তবে স্রোতের সাহায্যে চলা এই সেচযন্ত্র ব্যবহারে ৮ শতাংশ জমিতে খরচ পড়বে সর্বোচ্চ ১০০ টাকা। বিদ্যুৎ খরচ, তেল-মবিল খরচ, মেকানিক বা পরিচালনার জন্য কোনো লোকের খরচ বহন করা লাগবেনা। 

লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন বলেন, অলিউল্লাহ নামে এক কৃষক পানির প্রবাহকে কাজে লাগিয়ে একটি সেচযন্ত্র তৈরি করেছেন। সেচযন্ত্রটি সরেজমিনে পরিদর্শন করে এর কার্যকারিতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জেলা উপপরিচালক ও কৃষি প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। যাচাইয়ের পরে সেচযন্ত্রটি কার্যকর হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেটাকে বাণিজ্যিক ভাবে তৈরিতে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের

সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

বিএনপির একটি অংশকে প্রতিহত না করলে দিন দিন ভোট কমে যাবে: হেনস্তার ঘটনায় ব্যারিস্টার ফুয়াদ