বরগুনার পাথরঘাটায় ১৩ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা কিশোরীর মা গতকাল রাতে পাথরঘাটা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি আবুল বাশার।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাতে সদর ইউনিয়নের রুহিত গ্রামে এ ঘটনা ঘটে। বিয়ের প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে, কিশোরীর বাবার বসত ঘরের পূর্ব দিকের ডোবার মধ্যে জোর পূর্বক ধর্ষণ করে এলাকার আবদুল সালাম মিয়ার ছেলে খলিল মিয়া। ধর্ষণের ফলে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। জানা যায়, প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৬ মাস অন্তঃসত্ত্বা।
এ মামলার বিষয়ে পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত ধারায় কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।