হোম > সারা দেশ > বরিশাল

৩ মণের সাহেবি কচু 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে তিন মণ ওজনের সাহেবি কচু উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইলেকট্রিক ব্যবসায়ী মো. খলিলুর রহমান সরদার। কচুর উচ্চতা ১১ ফুট। প্রশস্ত আড়াই ফুট। 

জানা যায়, উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে খলিলুর রহমান ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবি কচুর চারা রোপণ করেন। কচুটির আকার ও আকৃতি বৃহৎ হওয়ায় কোনোভাবেই এটিকে দাঁড় করে রাখা সম্ভব হচ্ছিল না। তাই গত ২৮ ফেব্রুয়ারি কচুটি গোড়া থেকে কেটে ওজন করা হয়। কচুর ওজন তিন মণ এবং লম্বায় ১১ ফুট হওয়ায় এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কচুটি দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে থাকে। 

এ বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘শখের বশবর্তী হয়ে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব আনন্দিত হয়েছি। আগামীতে বেশি করে সাহেবি কচু লাগানোর চেষ্টা করব।’ 

স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন বলেন, বাজারে এই সাহেবি কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ বলেন, ‘অতি দ্রুত অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে। বৃহৎ আকারের এই কচুর কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম