হোম > সারা দেশ > বরিশাল

৩ মণের সাহেবি কচু 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে তিন মণ ওজনের সাহেবি কচু উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইলেকট্রিক ব্যবসায়ী মো. খলিলুর রহমান সরদার। কচুর উচ্চতা ১১ ফুট। প্রশস্ত আড়াই ফুট। 

জানা যায়, উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে খলিলুর রহমান ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবি কচুর চারা রোপণ করেন। কচুটির আকার ও আকৃতি বৃহৎ হওয়ায় কোনোভাবেই এটিকে দাঁড় করে রাখা সম্ভব হচ্ছিল না। তাই গত ২৮ ফেব্রুয়ারি কচুটি গোড়া থেকে কেটে ওজন করা হয়। কচুর ওজন তিন মণ এবং লম্বায় ১১ ফুট হওয়ায় এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কচুটি দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে থাকে। 

এ বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘শখের বশবর্তী হয়ে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব আনন্দিত হয়েছি। আগামীতে বেশি করে সাহেবি কচু লাগানোর চেষ্টা করব।’ 

স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন বলেন, বাজারে এই সাহেবি কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ বলেন, ‘অতি দ্রুত অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে। বৃহৎ আকারের এই কচুর কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু