হোম > সারা দেশ > বরিশাল

৩ মণের সাহেবি কচু 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে তিন মণ ওজনের সাহেবি কচু উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ইলেকট্রিক ব্যবসায়ী মো. খলিলুর রহমান সরদার। কচুর উচ্চতা ১১ ফুট। প্রশস্ত আড়াই ফুট। 

জানা যায়, উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবুল হোসেন সরদারের ছেলে খলিলুর রহমান ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবি কচুর চারা রোপণ করেন। কচুটির আকার ও আকৃতি বৃহৎ হওয়ায় কোনোভাবেই এটিকে দাঁড় করে রাখা সম্ভব হচ্ছিল না। তাই গত ২৮ ফেব্রুয়ারি কচুটি গোড়া থেকে কেটে ওজন করা হয়। কচুর ওজন তিন মণ এবং লম্বায় ১১ ফুট হওয়ায় এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কচুটি দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে থাকে। 

এ বিষয়ে খলিলুর রহমান বলেন, ‘শখের বশবর্তী হয়ে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব আনন্দিত হয়েছি। আগামীতে বেশি করে সাহেবি কচু লাগানোর চেষ্টা করব।’ 

স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ী শামীম হোসেন বলেন, বাজারে এই সাহেবি কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ বলেন, ‘অতি দ্রুত অফিসের কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে। বৃহৎ আকারের এই কচুর কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার চেষ্টা করব।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা