হোম > সারা দেশ > বরিশাল

পুলিশকে মারধর: উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকের গায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির পাইক ও তাঁর লোকজন ওই পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়।

ওসি আরও বলেন, পরে স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় চলে যান। বিষয়টি আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, যুবলীগের নেতা জিয়া ফড়িয়া ও জহিরুল পাইককে গ্রেপ্তার করে।

গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় আহত ওই পুলিশ কনস্টেবল বাদী হয়ে শনিবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন, পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ রোববার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা