নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরার অপরাধে গত আট দিনে ভোলার বিভিন্ন এলাকা থেকে ১০৯ জন জেলেকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন। আটককৃতদের মধ্যে ৪৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১ থেকে ৮ মার্চ গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়। এ পর্যন্ত ১৬টি অভিযানে ও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও মাছ। জব্দকৃত মাছ নিলামে ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলার ইলিশা পয়েন্ট থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভোলা সদর উপজেলার চর ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।