হোম > সারা দেশ > বরিশাল

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, প্রয়াত মেয়র কামালের মেয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ থাকার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রয়াত মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালের মেয়ে মালিহা সাবরিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বরিশাল দুদকের সহকারী পরিচালক আব্দুল কাইউম হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ২ লাখ ৮২ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত দেড় কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে গত বছরের ৪ জুলাই মালিহার কাছে তথ্য চায় দুদক। তিনি স্থাবর-অস্থাবর ১ কোটি ৮৪ হাজার ৩৩ হাজার ১৭ টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেন।

পরে দুদক জানাতে পারে, তাঁর ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৫৬২ টাকার সম্পদ রয়েছে। এতে আরও বলা রয়েছে, সাবরিনের ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার ৮০ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।

বরিশাল জেলা ও মহানগর বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত বরিশাল পৌরসভার চেয়ারম্যান ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন। ২০১৩ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। ২০২২ সালের ৩০ জুলাই তিনি মারা যান।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা