হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় গুলিবিদ্ধ মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্কের ভেতর থেকে গুলিবিদ্ধ মৃত একটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে বন বিভাগের হরিণঘাটা বনের ভেতরের পুকুর থেকে মৃত্যু অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর চরদুয়ানী খাল এলাকা থেকে ২০০ কেজি হরিণের মাংস উদ্ধার করে নৌপুলিশ ও বন বিভাগের সদস্যরা।

বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, হরিণঘাটা বনের ভেতর টহল দেওয়ার সময় একটি হরিণ পুকুরে পরে থাকতে দেখে কাছে যান বন বিভাগের সদস্যরা। সেখানে গিয়ে হরিণটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য পাথরঘাটা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসা হয়। পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের কর্মকর্তা ডা. অরবিন্দ দাস বলেন, ‘হরিণের শরীরে গুলির চিহ্ন রয়েছে।’

এদিকে চরদুয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম সরদার বলেন, শনিবার দিবাগত ভোররাতে সুন্দরবন সংলগ্ন পাথরঘাটার বলেশ্বর নদীর চরদুয়ানীর খাল এলাকা থেকে পাচারের সময় ২০০ কেজি হরিনের মাংস উদ্ধার করেছে চরদুয়ানী নৌ পুলিশ ও বন বিভাগের সদস্যরা। এ সময় হরিনের মাংস বহনকারী একটি ট্রলার জব্দ করতে পারলেও হরিনের মাংস পাচারকারীরা পালিয়ে যায়।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম