হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে স্ট্রোক করে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাজনা কদমতলা নূরানী আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির (৪৭) হঠাৎ স্ট্রোক করে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী এক বাড়িতে এ ঘটনা ঘটে। 

হুমায়ুন কবির মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাশের দুমকী উপজেলার বাজার রোড এলাকায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, হুমায়ুন কবির নির্বাচনী দায়িত্ব পালনের জন্য শনিবার বিকেলে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাজনা কদমতলা নূরানী আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে আসেন। ভোটকেন্দ্রের সব কাজ শেষে তিনি মাগরিবের নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি স্ট্রোক করে মারা যান। 

ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, আজ রোববার এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একটি ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। ওই কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, হুমায়ুন কবির সাহেবের মৃত্যুর বিষয়টি জেনেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি একজন ভালো ফিল্ড সুপারভাইজার ছিলেন। 

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক