বরিশালের আগৈলঝাড়ায় নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা নদী থেকে আব্দুল্লাহ হাওলাদার (১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে।
আব্দুল্লাহর মামা স্বপন শেখ বলেন, বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের সুমন হাওলাদারের ছেলে আব্দুল্লাহ হাওলাদার ঢাকা থেকে ১০ দিন আগে আগৈলঝাড়ার পশ্চিম পয়সা গ্রামের নানা সিরাজ শেখের বাড়ি বেড়াতে আসে। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গতকাল শনিবার দুপুরে রোজা রেখে নানাবাড়ির প্রতিবেশী হামিম ও আশিকের সঙ্গে সন্ধ্যা নদীতে গোসল করতে নামে সে।
স্বপন শেখ আরও বলেন, তিনজনের মধ্যে দুজন গোসল করে নদী থেকে ওপরে উঠলেও আব্দুল্লাহ হাওলাদার নিখোঁজ হয়ে যায়। স্থানীয় ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ সদস্যের দল নদীতে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় আব্দুল্লাহর লাশ উদ্ধার করে।