হোম > সারা দেশ > বরগুনা

স্বতন্ত্র প্রার্থীদের ‘ইবলিস’ বললেন এমপি শম্ভু

বরগুনা প্রতিনিধি

উন্নয়ন নিয়ে সমালোচনা করায় স্বতন্ত্র প্রার্থীদের ইবলিসের সঙ্গে তুলনা করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত বুধবার (২৬ ডিসেম্বর) বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্যের ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

২২ মিনিটের বক্তব্যে শেষের দিকে স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে এমপি শম্ভু বলেন, ‘উন্নয়ন হয়নাই এই যে কথাটা বলে এটি মুনাফেকি কথা, ইবলিসরা এইভাবে কথা বলে, আমি দুঃখিত এইভাবে কথা বলায়। ইবলিসটা আল্লাহর ভাষা, আর আমাদের ভাষা হল শয়তান, আমি আল্লার ভাষায় ইবলিস বলবো। এই ইবলিসিদের বিচার হবে ইনশা আল্লাহ। এটা কেমন কথা যে উন্নয়ন হয়নাই নাকি। আমরা কি ভাইস্যা আইছি নাকি। ভোট একেবারে চাইলেই দিয়ে দেবে। এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে অনেক রাস্তাঘাট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসও হবে।’ 

পরে তিনি তালতলীতে বেশ কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নির্বাচিত হলে তালতলীতে আরও অনেক উন্নয়নকাজ করা হবে। 

জনসভা মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ তালতলী উপজেলা চেয়ারম্যান ও তালতলীর বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা। 

ইবলিস বলা প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘একজন প্রার্থী হিসেবে মুনাফেকি কথা, ইবলিসের কথা, ইবলিস শয়তান এসব কথা বলতে পারে না। এটা উনি (শম্ভু) আমাদের বলতে পারেন না। উনি উন্নয়ন করেননি এই সমালোচনা করা যাবেনা? সাংবিধানিক অধিকার এটা। একজন প্রবীণ রাজনীতিবিদ হয়ে এটা বলা ঠিক না। আমি তার এই বক্তব্যও নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে জানতে নৌকার প্রাথী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট