হোম > সারা দেশ > বরগুনা

সাবেক সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বরগুনা প্রতিনিধি

বরগুনায় অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী গ্রামে মো. শাহাদাত হোসেন নীলুর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। শনিবার রাত দেড়টার দিকে ডাকাতদল স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইল ফোনসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

ভুক্তভোগী শাহাদাত হোসেন নীলু বলেন, রাত দেড়টার দিকে মুখোশপরা ১০-১২ জন লোক দরজা ভেঙে আমার ঘরে ঢুকে। এরপর অস্ত্রের মুখে আমাদের সবাইকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এরপর আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এলাকাবাসী আমাদের উদ্ধার করে থানায় বিষয়টি জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পরিবার সূত্রে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের দাবি টাকা, স্বর্ণ ও মোবাইল ফোন মিলিয়ে মোট ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতদল। 

তিনি আরও বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। ডাকাতির সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার