হোম > সারা দেশ > পিরোজপুর

ভান্ডারিয়ায় বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১ 

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার দুপুরের পর নানার ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিকেলে ওই শিক্ষার্থীর নানি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামি শাহ আলম হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করে। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 
 
ধর্ষণের শিকার শিক্ষার্থীর নানি বলেন, ‘আমার নাতি বেড়াতে এলে তাকে একা ঘরে রেখে বেলা দেড়টার দিকে গোসল করতে যাই। ঘরে একা পেয়ে আট বছরের নাতনিকে শাহ আলম হাওলাদার মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। গোসল শেষে এসে শাহ আলমকে দেখি। ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে আমার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। সন্ধ্যায় মানুষ শাহ আলম হাওলাদারকে ধরে পুলিশে দেয়। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের নানি বাদী হয়ে থানায় মামলা করেন। আজ মঙ্গলবার সকালে মেয়েটিকে মেডিকেল রিপোর্টের জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হবে।

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক