হোম > সারা দেশ > বরিশাল

পাসের হারে দেশসেরা বরিশাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এসএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে দেশসেরা হয়েছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। এ হার গত বছরের চেয়ে বেশি। গত বছর ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৭৬৮ জন। 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের এসএসসির ফলাফলে পাসের হারে বরিশাল বোর্ড প্রথম হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় এ ফল হয়েছে।’ 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘এ বছর গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যার প্রভাব পড়েছে গড় পাসের হার ও জিপিএ-৫-এ।’
 
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে ৯০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
 
ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন। অপর দিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫৪ জন।
 
এই বোর্ডে ছাত্র ছিল ৪৩ হাজার ১৬০ জন এবং পাস করেছে ৩৮ হাজার ৯৩ জন। ছাত্রী ৪৭ হাজার ৩৬ জনের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ২৪৬ জন। 
 
বিভাগভিত্তিক পাসের হার সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে, ৯৬ দশমিক ৭৯ শতাংশ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৭ এবং মানবিক বিভাগে ৮৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল