হোম > সারা দেশ > বরিশাল

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১২ ঘণ্টা পর এক জেলে উদ্ধার, নিখোঁজ ২০

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজের ধাক্কায় ভোলার চরফ্যাশনের আমিরাবাদে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনার ১২ ঘণ্টা পর হাফিজুর রহমান নামে এক জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। তবে এখনো ২০ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

জানা যায়, গতকাল বেলা ৩টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি সাফওয়ান নামের একটি মাছ ধরার ট্রলারের মাঝি মো. মহসিন মিয়া ভাসমান অবস্থায় ওই জেলেকে উদ্ধার করেন। এর আগে গত রোববার ভোররাতের দিকে আবহাওয়া খারাপ থাকায় ঘাটের দিকে ফেরার পথে পেছন থেকে একটি ট্রলিং জাহাজ ধাক্কা দিলে আবুল কালামের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের বাকি ২০ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী উদ্ধারকৃত জেলের বরাত দিয়ে বলেন, ট্রলিং জাহাজ ধাক্কা দেওয়ার পর ট্রলারটি তলিয়ে যায়। এ সময় ট্রলিং জাহাজের লোকজন ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার না করে দ্রুত পালিয়ে যায়।

সমিতির সভাপতি আরও বলেন, উদ্ধার হওয়া জেলে একটি তক্তার ওপর ১২ ঘণ্টা ভাসমান অবস্থায় ছিলেন। বাকি ২০ জন জেলের জীবন নিয়ে শঙ্কায় রয়েছি।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা