হোম > সারা দেশ > বরিশাল

সচিবের ফোন না ধরায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

বরিশাল প্রতিনিধি

মন্ত্রণালয়ের সচিবের ফোন না ধরায় বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড আলিবর গুদাকে স্ট্যান্ড রিলিজ বদলি করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় বদলি প্রজ্ঞাপন জারি করে ওই দিন বিকেলেই তাঁকে ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়। 

 সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পায়রা বন্দরের তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের জন্য সোমবার পটুয়াখালী আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরের সার্বিক তদারকির জন্য একদিন আগেই রোববার বরিশাল আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল আসার আগে সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডাকে একাধিকবার ফোন করেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার। 

কিন্তু ফোন রিসিভ করেননি অলিভার গুডা। পরে গত রোববার ঢাকা থেকে ওই টিম বরিশাল পৌঁছালে বিমানবন্দরে তাঁদের রিসিভ করতে যান গুডাসহ বরিশাল গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। এ সময় সচিব ফোন না ধরার বিষয়টি জানতে চাইলে গুডা সচিবকে জানান, তিনি কোনো কল পাননি। 

নির্বাহী প্রকৌশলীর এমন জবাবে ক্ষুব্ধ হন সচিব শহীদ উল্লাহ খান। এর কয়েক ঘণ্টা পর গুডার বদলি আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। 

বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে না। তবে এটা রুটিন বা নিয়মিত বদলি নয়। 

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড