হোম > সারা দেশ > ভোলা

ভোলায় স্কুলে হঠাৎ অসুস্থ ৩০ শিক্ষার্থী, উৎকণ্ঠায় অভিভাবকেরা

ভোলা প্রতিনিধি

ভোলায় একটি মাধ্যমিক স্কুলের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ৩০ শিক্ষার্থী। তাদের ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক–অভিভাবকদের মধ্যে আতংক ও উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক স্কুলে এ ঘটনা ঘটে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের দ্বিতীয় ঘণ্টার পাঠদান কার্যক্রম চলছিল। এ সময় জাহিদ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অসাবধানতাবশত বলপেনের পিন হাতের অঙ্গুলে ঢুকে যায়। এতে অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থী। এর কিছুক্ষণের মধ্যে তাদের সহপাঠীরা এটি দেখে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে।’ 

তিনি বলেন, ‘এভাবে অল্প সময়ের মধ্যে ওই শ্রেণির ১৬ জন এবং পরবর্তীতে অন্য শ্রেণির ১৪ জনসহ মোট ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর পরই অভিভাবকদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থীদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অনেকেই সুস্থ। তবে তাদের অসুস্থ হয়ে পড়ার পেছনে অন্য কোনো কারণ নেই।’ 

জেলা সিভিল সার্জন কে. এম শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কেউ কোনো রোগে আক্রান্ত হয়নি। এদের দেখে মনে হচ্ছে, আতঙ্কিত হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে। সবাই এখন সুস্থ, ভয়ের কোনো কারণ নেই।’

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা