হোম > সারা দেশ > বরিশাল

অস্ত্র-ইয়াবাসহ ইউপি সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (সদস্য) ও তাঁর স্ত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চরবাড়িয়া গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে কাউনিয়া পুলিশ। 

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। 

গ্রেপ্তার রাসেল হাওলাদার (৩৯) চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও তাঁর স্ত্রীর শিরিন বেগম (৩৩)। 

কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে হবিনগর গ্রাম থেকে ৪৫টি ইয়াবাসহ সাইফুল ফরাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, ওই ইয়াবা রাসেল মেম্বরের। বিক্রির জন্য তাঁকে দেওয়া হয়েছে। সাইফুলের তথ্যের ভিত্তিতে পুলিশ রাতে রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়। 

অভিযানে রাসেলের বাসায় ফ্লাক্সের ভেতর লুকিয়ে রাখা ২ হাজার ৪৯০টি ইয়াবা, মাদক বিক্রির এক লাখ তিন হাজার টাকা এবং পাঁচটি ধারালো অস্ত্র জব্দ করা হয়। 

ওসি আসাদুজ্জামান জানান, রাসেলের বিরুদ্ধে কোতোয়ালি ও কাউনিয়া থানায় মোট ২৩টি মামলা রয়েছে। তাঁর মধ্যে ১৮টি মামলা মাদক আইনে। 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ইউপি সদস্য রাসেল ও তাঁর পরিবার ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ