মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার চারটি ট্রলার ও ৭৬০ কেজি সামুদ্রিক মাছসহ ৭৯ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। আজ সোমবার দুপুরে তাঁদের আটক করা হয়। পরে জরিমানা আদায় করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে কে এম শাফিউল কিঞ্জল বলেন, সোমবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা ও নোয়াখালী সীমানাবর্তী মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় মাছ ধরার চারটি ট্রলার ও ৭৬০ কেজি সামুদ্রিক মাছসহ ৭৯ জেলেকে আটক করা হয়। ওই চারটি ট্রলারের প্রত্যেক মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর জব্দ সামুদ্রিক মাছ নিলামে ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।