হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ভাড়া বাসা থেকে নাবিলা আক্তার মিতু (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা-পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের আব্দুর রব সেরনিয়াবাত বালিকা বিদ্যালয় সংলগ্ন মুসা মুন্সির বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত মিতু চাঁদপাশা ইউনিয়নের মৃত মোকছেদ চৌধুরী ও খাদিজা বেগম দম্পতির মেয়ে। 

প্রতিবেশীরা জানান, মিতু ও তাঁর মা খাদিজা বেগম মুসা মুন্সির বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। আজ সকালে মিতুকে বাসায় রেখে মা খাদিজা বেগম উপজেলা কৃষি অফিসে নিজ কর্মস্থলে যান। পরে বেলা ১১টার দিকে মিতু তাঁর মা খাদিজা বেগমকে কল করে আত্মহত্যা করবেন বলে জানান। সঙ্গে সঙ্গেই খাদিজা বেগম বাসায় ছুটে আসেন এবং দেখেন মিতু ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় খাদিজা বেগমের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে এয়ারপোর্ট থানা-পুলিশকে খবর দেয়। পরে ওড়না কেটে খাদিজা বেগম মেয়েকে নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে বাড়িওয়ালা মুসা মুন্সি বলেন, নাটোরের একটি ছেলেকে মিতু প্রেমের সম্পর্কে বিয়ে করেন। কিছুদিন পরে সেই ছেলের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। সেই থেকে মিতু মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল। 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম