হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালা রোববার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে বরিশালে আগামীকাল রোববার বিএনপির বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা সফল করতে বরিশালে কয়েক দিন ধরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার দিক নির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।

নগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, বিভাগীয় এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিসহ বরিশালের বিভিন্ন সাংগঠনিক দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানান, আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক নির্দেশনা দেবেন। দলীয় কোন্দল কাটিয়ে উঠে নির্বাচনী প্রস্তুতি নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য বলে বিএনপি নেতারা জানান।

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি ও জনসম্পৃক্ত সাংগঠনিক বিভাগীয় কর্মশালা হবে রোববার। নগরের শিল্পকলা একাডেমিতে এই কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, কর্মশালায় বরিশাল বিভাগের বিএনপির প্রতিটি ইউনিটের সুপার ফাইভ নেতা এবং অঙ্গ সংগঠনের সুপার ফাইভ অংশগ্রহণ করবেন।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম