হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বিএনপির বিভাগীয় কর্মশালা রোববার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে বরিশালে আগামীকাল রোববার বিএনপির বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা সফল করতে বরিশালে কয়েক দিন ধরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার দিক নির্দেশনা দিতে পারেন বলে মনে করছেন নেতা-কর্মীরা।

নগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, বিভাগীয় এ কর্মশালার মাধ্যমে তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিসহ বরিশালের বিভিন্ন সাংগঠনিক দিক নির্দেশনা দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানান, আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক নির্দেশনা দেবেন। দলীয় কোন্দল কাটিয়ে উঠে নির্বাচনী প্রস্তুতি নেওয়াই এ কর্মশালার উদ্দেশ্য বলে বিএনপি নেতারা জানান।

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি ও জনসম্পৃক্ত সাংগঠনিক বিভাগীয় কর্মশালা হবে রোববার। নগরের শিল্পকলা একাডেমিতে এই কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, কর্মশালায় বরিশাল বিভাগের বিএনপির প্রতিটি ইউনিটের সুপার ফাইভ নেতা এবং অঙ্গ সংগঠনের সুপার ফাইভ অংশগ্রহণ করবেন।

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট