হোম > সারা দেশ > বরিশাল

বৈষম্যবিরোধী আন্দোলন: সাড়ে ৩ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

অটোরিকশা চালক আমির তালুকদার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে গুলিতে নিহত হন অটোরিকশা চালক আমির তালুকদার। এ ঘটনায় তাঁর স্ত্রী আন্নি আক্তার গত ৪ সেপ্টেম্বর রামপুরা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সাড়ে ৩ মাস পর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

আজ রোববার বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে কবর থেকে মরদেহ তোলা হয়।

তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার ছোটবেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে আন্নি আক্তারকে বিয়ে করেন তিনি। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের তিনটি সন্তান রয়েছে তাঁর।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান আমির। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তিনি। সে সময় আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ সময় তিনটি গুলি এসে তাঁর শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে বাবার কবরের পাশে দাফন করেন। এ ঘটনায় আমির তালুকদারের স্ত্রী আন্নি আক্তার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করেন।

আজ মরদেহ কবর থেকে তোলার সময় স্ত্রী আন্নি আক্তার, দুই ছেলে আরমান ও আরিয়ান, একমাত্র মেয়ে আমেনাসহ নিকট আত্মীয় এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের এসআই মাসুদ রানা।

নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হন। আমিন হোসেন স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।’

নিহত আমির তালুকদারের স্ত্রী ও মামলার বাদী আন্নি আক্তার বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করে পুলিশ নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমি এ ঘটনার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মাসুদ রানা বলেন, ‘আমির তালুকদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’

তালতলী থানার ওসি কালাম খাঁন বলেন, ‘নিহত আমির হোসেন তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পিবিআইয়ের পুলিশ এসেছে। তাঁদের সহযোগিতা করতে পুলিশ পাঠানো হয়েছে।’

বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারা দেশ, বরিশাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ, মরদেহ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে