হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিবুল্লাহ (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের নীলগঞ্জ ইউনিয়নের মাস্টারবাড়ি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মহিবুল্লাহ উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি বরিশালের চাখার ফজলুল হক কলেজের অনার্সের শিক্ষার্থী। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে চাকামইয়ার নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, শাহজাহান হাওলাদারের দুই ছেলের মধ্যে বড় ছেলে দুই বছর আগে সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন। 

পুলিশ ও মহিবুল্লাহর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহরের শেখ কামাল সেতুসংলগ্ন এলাকা থেকে দুলাভাই আল আমিনের বাড়ি নয়া মিস্ত্রিপাড়া গ্রামে মোটরসাইকেলযোগে রওনা দেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তাঁর ছোট দুলাভাই সজিব। পথে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর জখম হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন। সজিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। 

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম