হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পৃথক স্থানে তিনজনের বিষপান, একজনের মৃত্যু

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশাল আগৈলঝাড়া উপজেলার পৃথক স্থানে পারিবারিক কলহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনজন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। গত শুক্রবার ও বৃহস্পতিবার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া এবং রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামে ঘটনাগুলি ঘটে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত দশটায় উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার (৩৪) ঘরে থাকা কীটনাশক পান করে। নেয়ামুলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে সজিব হালদার (১৮) কীটনাশক পান করে। সজিবকে প্রথমে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

এ ছাড়া একইদিন পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কমল মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল (২৫) ঘরে থাকা কীটনাশক পান করেন। সুপ্রিয়া মন্ডলকে মুমূর্ষু অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ জানায়, পারিবারি কলহের কালনে অভিমান করে তারা বিষপান করেছেন। নিহত সজিব হালদারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ। 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম