হোম > সারা দেশ > ভোলা

সামাজিক নিরাপত্তার অভাবেই বাল্যবিবাহ বাড়ছে

ভোলা প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপকহারে বেড়েছে বাল্যবিবাহ। বিশেষ করে করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় বাল্যবিবাহের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ থেকে রক্ষা পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আজ মঙ্গলবার সকালে ভোলা জেলা পরিষদ সভা কক্ষে 'আমাদের প্রজন্ম, প্রযুক্তির প্রজন্ম' শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। 

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশীলনের টিম ম্যানেজার মো. রফিকুল বাহার ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক আবু সালেহ্। সেমিনারে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলার কিশোরী মুন্নী বেগম। এছাড়া আরও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার নারী পুলিশ খালেদা বেগম, তজুমদ্দিন উপজেলার মোকলেছুর রহমান, পিন্টু আক্তার খালেদা প্রমুখ। 

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় দৌলতখান বালিকা উচ্চ বিদ্যালয় ও দৌলতখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জারি গান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। 

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার। অনুষ্ঠানে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা করে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আর্থিক সহায়তা করে গ্লোবাল অ্যাফেয়ার্স। সেমিনারে ভোলা সদর উপজেলা ছাড়াও দৌলতখান, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার কিশোর-কিশোরী ও তাঁদের অভিবাবকরা অংশ নেয়।      

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা