হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে আইনজীবী হত্যাচেষ্টা মামলায় ৪ জন কারাগারে

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনজীবী আবুল কালাম মো. খালিদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন আ. রাজ্জাক ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৫২), রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫)। তাঁরা সবাই মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবুল কালাম মো. খালিদ ঈদের নামাজ শেষ করা মাত্রই আসামিরা তাঁর ওপর হামলা চালিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়। আজ (মঙ্গলবার) আসামিরা আদালতে হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠান।’

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ