হোম > সারা দেশ > বরিশাল

নির্যাতনের প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের দুই শ্রমিককে মারধর ও চাকরিচ্যুত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ২ ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন গাড়ির শত শত যাত্রী।

শ্রমিকেরা বলেন, গতকাল সোমবার সকালে নুরুজ্জামানের সঙ্গে অপর এক শ্রমিকের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়। এই খবর জানতে পেরে সোনারগাঁও টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার ওই দুই শ্রমিককে ডেকে নির্যাতন করেন এবং চাকরিচ্যুত করার ঘোষণা দেন। 

বিষয়টি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে নির্যাতনের প্রতিবাদে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজ বন্ধ রেখে মিলের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ব্যস্ততম এই মহাসড়কের দুই পাশে অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।

সোনারগাঁও টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার আজকের পত্রিকাকে বলেন, দুই শ্রমিক মারামারি করার পর তাঁদের দুইজনকে ডেকে পাওনা বুঝিয়ে দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিকেরা কথায় কথায় কাজ বন্ধ করে নানা অভিযোগ তুলে সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে।

খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া ঘটনাস্থলে যান এবং মিল মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে কাজে যোগ দেন।

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত