বরিশালের রূপাতলী এলাকায় সোনারগাঁও টেক্সটাইল মিলের দুই শ্রমিককে মারধর ও চাকরিচ্যুত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ২ ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন গাড়ির শত শত যাত্রী।
শ্রমিকেরা বলেন, গতকাল সোমবার সকালে নুরুজ্জামানের সঙ্গে অপর এক শ্রমিকের মধ্যে প্রথমে ঝগড়া ও পরে মারামারি হয়। এই খবর জানতে পেরে সোনারগাঁও টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক শামীম সরকার ওই দুই শ্রমিককে ডেকে নির্যাতন করেন এবং চাকরিচ্যুত করার ঘোষণা দেন।
বিষয়টি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে নির্যাতনের প্রতিবাদে সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজ বন্ধ রেখে মিলের প্রধান ফটকের সামনে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ব্যস্ততম এই মহাসড়কের দুই পাশে অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া ঘটনাস্থলে যান এবং মিল মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে কাজে যোগ দেন।