হোম > সারা দেশ > পটুয়াখালী

স্ত্রী-সন্তানকে বাড়িছাড়া করতে গ্যাস-বিদ্যুৎ-পানি বন্ধ করেছেন আইনজীবী স্বামী

পটুয়াখালী প্রতিনিধি

পরকীয়ার অভিযোগে স্ত্রীকে বাড়িছাড়া করতে চান আইনজীবী দুলাল চন্দ্র। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ভুক্তভোগী স্ত্রী সোমা দেবনাথ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দুলাল চন্দ্র দেবনাথ তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং ভরণপোষণ বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার স্বামী একজন নারী সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। প্রতিবাদ করায় আমাকে মারধর ও গালিগালাজ করেন। এরপর বাসার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।’

সোমা দেবনাথ জানান, ১৩ বছর আগে তিনি দুলাল চন্দ্র দেবনাথকে বিয়ে করেন। স্বামীর প্রথম পক্ষের সন্তানকে লালন-পালন করলেও বর্তমানে তিনি অসহায় অবস্থায় সন্তানসহ বাসায় বন্দী। ‘বিদ্যুৎ, গ্যাস না থাকায় আমার ভাই-বোনের সহায়তায় বেঁচে আছি। শিশুটির অবস্থা দেখে কষ্টে বুক ফেটে যায়।’ বলেন সোমা।

তবে দুলাল চন্দ্র দেবনাথ স্ত্রীকে দায়ী করে বলেন, ‘আমার স্ত্রী পরকীয়া করে অন্য একজনের সঙ্গে। এ কারণে আমি ক্ষুব্ধ হয়ে এমন করেছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সমস্যার সমাধান হবে।’

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ ইমতিয়াজ বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫