হোম > সারা দেশ > পিরোজপুর

নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে নেশার টাকা চেয়ে না পাওয়ায় বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছেন আনোয়ার হোসেন নামের এক মাদকাসক্ত। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আব্দুস সাত্তার বলেন, ‘আমার ছেলে একজন মাদকাসক্ত। সে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে আসে। তাই ওর ভয়ে ঘর ছেড়ে মাঝেমধ্যে মেয়ের বাড়ি গিয়ে থাকি। ঘটনার দিন সে বেশ কিছু টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে সে রাতে ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নুরুল আমীন লিটন বলেন, ‘তাঁর ছেলে একজন মাদকাসক্ত। এ নিয়ে তাঁর বাবা আমার কাছে নালিশ করতেন। ঘটনার দিন আনোয়ার তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তা না দেওয়ায় রাতে ঘরে আগুন ধরিয়ে দেয়।’

নেছারাবাদ ফায়ার সার্ভিসের নায়েক মো. তরিকুল আলম বলেন, আগুনে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ সময় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাত্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ‘আগুন লাগা ঘরের মালিক সাত্তার হোসেন বলেছেন, তাঁর ছেলে এই কাজ করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম