হোম > সারা দেশ > বরিশাল

পাউবোর জমি থেকে ভবন অপসারণের নির্দেশ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে শোলক ইউনিয়নের ধামুড়া ডিগ্রি কলেজের সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ ও অপসারণের নির্দেশ দিয়েছে পাউবো। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে এই নির্দেশনা দেন পাউবোর প্রধান নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস।

গত মঙ্গলবার পাউবোর জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উদ্যোগ নেন। 

জানা যায়, স্থানীয় প্রভাবশালী অভিযুক্ত আনিসুর রহমান নান্টু ও তাঁর ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু মিঞা পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছিলেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানালেও কোনো সমাধান করেনি কর্তৃপক্ষ। তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর থেকেই নড়েচড়ে বসে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। 

পাউবোর নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হয়েছি, যে জমিতে ভবন নির্মাণ করা হয়েছে, তা পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি। অভিযুক্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ও তাঁর ভাই আনিসুর রহমান নান্টুকে সাত কর্মদিবসের মধ্যে ভবন অপসারণ করার জন্য প্রাথমিকভাবে মৌখিক নির্দেশ দিয়েছি। দুই-এক দিনের মধ্যে লিখিতভাবে তাঁদের নোটিশ দেওয়া হবে। 

এই কর্মকর্তা বলেন, ‘যদি তাঁরা সাত কর্মদিবসের মধ্যে স্বেচ্ছায় ভবন অপসারণ না করেন, তাহলে সরকারিভাবে উচ্ছেদ এবং তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

অভিযুক্ত নান্টু মিঞা বলেন, ‘নির্বাহী প্রকৌশলী বিষয়টা মীমাংসা করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। এই রকম অনেক জায়গায় অনেকে ভবন নির্মাণ করছে, তাতে কিছু হয় নাই। আমাদের নিয়ে যদি সমস্যা হয়, তাহলে আইনগতভাবে ফয়সালা করব।’ 

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'