হোম > সারা দেশ > বরগুনা

আগুনে পুড়ল বসতঘরসহ ১৩ দোকান

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

আগুনে বসতঘরসহ ১৩ দোকান পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে ১৩টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজারটির একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজন নিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাজারের অলি উল্লাহ, মহসিন গাজী, ফারুক গাজী, অনিল দাশ, সবুজ, রমেশ, সাইদুল, নাশির, রিপন, খলিল, সাত্তার ও নিজাম বিশ্বাসের বসতঘরসহ ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এসব মধ্যে কসমেটিকস, চা, কম্পিউটারের দোকান রয়েছে।

বাজারের কসমেটিকস ব্যবসায়ী অলি উল্লাহ বলেন, ‘আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমার দোকানে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আমতলী ফায়ার সার্ভিসের লিডার গোলাম মোস্তফা বলেন, ‘দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে তা শনাক্ত করতে পারিনি।’

আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। ছবি: আজকের পত্রিকা

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি