হোম > সারা দেশ > বরিশাল

বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখছে সরকার: নানক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সম্প্রতি রাজধানীসহ দেশের কয়েক জায়গায় হওয়া বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখছে সরকার। আজ শুক্রবার দুপুরে বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক সকালে কলেজ ক্যাম্পাসে বেলুন উড়িয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান অ্যালামনাই।

পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। বক্তব্য দেন বিএম কলেজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, উপাধ্যক্ষ এস এম কাইয়ুম উদ্দিন আহম্মেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান খান মোহাম্মদ গাউস মোসাদ্দেক প্রমুখ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী উপলক্ষ্যে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে আয়োজন করবে। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী থাকবে তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তিনি আরও বলেন, সারা দেশের কলেজগুলোয় ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের সহযোগিতা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সহায়তা করতে পারে।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫