হোম > সারা দেশ > বরিশাল

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ৩ যুবক

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে হাসপাতালের হিসাবরক্ষককে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন তিন যুবক। পূর্ব শত্রুতার জেরে নিজেরাই ইয়াবা রেখে পুলিশকে সংবাদ দিয়েছিলেন তাঁরা। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ভুক্তভোগী ব্যক্তি হলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামান হাসান। গ্রেপ্তারকৃত আসামিরা তাঁর কক্ষে ইয়াবা রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাছুম গাজী (৩০), মো. আসাদুজ্জামান তুহিন (২৪) ও মো. মেহেদী হাসান শিবলী (৩১)। মাসুম গাজী পটুয়াখালী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ি সড়কের ইউসুফ গাজীর ছেলে। মো. আসাদুজ্জামান তুহিন ৯ নম্বর ওয়ার্ডের পল্লি বিদ্যুৎ এলাকার মো. মোতাহার হোসেনের ছেলে এবং মো. মেহেদী হাসান শিবলি ৯ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা সড়কের মো. জসিম উদ্দিনের ছেলে। 

পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, পটুয়াখালী জেলা পুলিশ মঙ্গলবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের হিসাবরক্ষকের কক্ষ থেকে ১১০ পিচ ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে মাছুম গাজী নামে এক ব্যক্তিকে আটক করে। আটক মাছুম গাজীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানান, তিনি পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োগ প্রাপ্ত কর্মচারী ছিলেন। পরবর্তীতে তিনি চাকরিচ্যুত হওয়ায় হাসপাতালের হিসাবরক্ষক কর্মকর্তা মো. হাসানুজ্জামানের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে মাদক মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করেন। 

পরিকল্পনার অনুযায়ী জনৈক মাদক কারবারি সবুজের কাছ থেকে ত্রিশ হাজার টাকায় ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট কিনে নেন। পরে গত সোমবার রাত সোয়া তিনটার দিকে কৌশলে ঘটনাস্থলে রেখে যান এবং অপর সহযোগীদের মাদকের বিষয়ে অবগত করেন। অপর সহযোগী মেহেদী হাসান শিবলি ও মো. আসাদুজ্জামান তুহিন মাদকের তথ্য ও ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হন। পরে তাঁরাই পুলিশকে খবর দেন এবং পরবর্তীতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালায়। এ পরে মেহেদী হাসান শিবলি এবং আসাদুজ্জামান তুহিনকে গ্রেপ্তার করা হয়। 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ