হোম > সারা দেশ > বরিশাল

ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ৬ বাল্কহেড ডুবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ডুবে যাওয়া একটি বাল্কহেড। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ছয়টি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝড়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। এগুলো উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা।

এদিকে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ১৩ জনকে স্থানীয় জেলেরা নৌ পুলিশের সহায়তায় উদ্ধার করেছেন।

শনিবার মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ঝড়ের সময় মেহেন্দীগঞ্জের মল্লিকপুর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে পাঁচটি বাল্কহেড ডুবে যায়। এগুলো উদ্ধারে এখনো কাজ চলমান। তিনি জানান, বাল্কহেডগুলো ডুবে গেলেও কোনো নিখোঁজ বা হতাহতের খবর নেই।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, একই সময় হিজলা উপজেলার ধুলখোলা ও আলিগঞ্জ-সংলগ্ন মেঘনা নদীতে একটি পাথরবোঝাই বাল্কহেড ডুবে যায়। যদিও ভাটার সময় সেটিকে আবার দেখা গেছে। নৌযানটি উদ্ধারের চেষ্টা চলছে।

তবে মেঘনা নদীতে একটি বাল্কহেড চরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে হিজলা নৌ পুলিশ। ইনচার্জ গৌতম জানান, নদীতে তাদের টহল দল রয়েছে, যারা তথ্য সংগ্রহ ও বিপদগ্রস্তদের উদ্ধারে কাজ করছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ