হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

পিরোজপুর প্রতিনিধি

ইন্দুরকানি থানা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানিতে সামাজিক অনুষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গতকাল বুধবার তাঁদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তাঁরা হলেন এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও মো. রেজাউল করিম।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘গত সোমবার বিকেলে বালিপাড়া ইউনিয়নে বিস্ফোরণ মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে হেলাল খানকে ছিনিয়ে নেয় তারা। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাঁদের প্রত্যাহার করা হয়েছে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার