হোম > সারা দেশ > ভোলা

৯৯৯–এ ফোন, মেঘনায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন ট্রলারের ৬০ যাত্রী

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়ার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি ট্রলার। সেই সঙ্গে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন ট্রলারে থাকা ৬০ যাত্রী।

কোস্টগার্ড জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ৬০ জন যাত্রী নিয়ে ভোলা আসছিল ইঞ্জিনচালিত কাঠের ট্রলারটি। এটি মেঘনায় মাঝ নদীতে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যাওয়ার উপক্রম হয়।

ট্রলারের এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাঁদের উদ্ধারের আকুতি জানান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা যাত্রীদের উদ্ধার করেন।

আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ট্রলারটি ভোলায় নিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। 

এদিকে আইন অমান্য করে ডেন্জার জোন ভোলা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী রুটে যাত্রী নিয়ে ট্রলার চালানোর দায়ে ট্রলারের মাঝি মো. মনির হোসেন (৩৪) ও সহযোগী মো. রাসেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম দীপক ত্রিপুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক