হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের ৬টি আসনে বিজয়ী যারা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের ৬টি আসনের মধ্যে ৩টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। এ ছাড়া ১টিতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, ১টিতে জাতীয় পার্টির প্রার্থী এবং ১টিতে ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। 

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিজয়ী আওয়ামী লীগের আবুল হাসানাত আবদুল্লাহ (নৌকা) পেয়েছেন ১,৭৬,৭৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার সেরনিয়াবাত সেকান্দার আলী (লাঙ্গল) পেয়েছেন ৪,০৯৫ ভোট। 

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিজয়ী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন (নৌকা) পেয়েছেন ১,২২,১৭৫ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু (ঈগল) পেয়েছেন ৩১,৩৯৭ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিজয়ী জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) পেয়েছেন ৫২,৫৬৭ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান (ট্রাক) পেয়েছেন ২৩,৮৮৯ ভোট।

বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে স্বতন্ত্র পঙ্কজ নাথ (ঈগল) পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট। 

বরিশাল-৫ (নগর ও সদর) আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক পেয়েছেন ৯৭ হাজার ৭০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের সালাহউদ্দিন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট। 

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী হাফিজ মল্লিক পেয়েছেন ৬০,১০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামসুল আলম (ট্রাক) পেয়েছেন ৩৯,৩৭৪ ভোট।

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম