হোম > সারা দেশ > বরগুনা

তেঁতুলবাড়িয়ায় জাহাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জাহাজ নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় কয়েক হাজার মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। 

নিশানবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবীর জোমাদ্দার, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু প্রমুখ। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই শিল্প মন্ত্রণায় থেকে দফায় দফায় প্রতিনিধিদল তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা পরিদর্শন করে। তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল স্থানটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে। সেই সময় থেকে প্রকল্পটি বাস্তবায়নের সব কার্যক্রম শুরু হয়। কিন্তু তিন বছর ধরে প্রকল্পটি কেন বন্ধ হয়ে আছে, জানি না। প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দাবি, সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে দ্রুত জাহাজভাঙা শিল্প স্থাপন করা হোক। 

প্রসঙ্গত, ২০১২ সালে বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে জাহাজ নির্মাণ ও পুনর্নির্মাণে একটি প্রকল্প নেওয়ার ঘোষণা দেন। এরপর বিষয়টি সমীক্ষা করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়। অজ্ঞাত কারণে কমিটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার