হোম > সারা দেশ > বরগুনা

ভোর রাতে বাড়ির ভেতর বিআরটিসি বাস, অল্পের জন্য প্রাণরক্ষা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ঢাকা থেকে বরগুনার পাথরঘাটার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিআরটিসি বাস পাথরঘাটার কিরণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পরে। এ দুর্ঘটনার পর বাসচালক এবং হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এ দুর্ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি বলে জানা গেছে। 

আজ সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর বাসস্ট্যান্ড এলাকার জনৈক আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে ঢুকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে বরগুনার পাথরঘাটার উদ্দেশে ছেড়ে যায় বলে জানা গেছে। 

পরে সংবাদ পেয়ে পাথরঘাটা থানা-পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এর কারণ উদ্ঘাটনে কাজ শুরু করে। 

বাড়ির মালিক আব্দুর রাজ্জাক মিয়া বলেন, ‘হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। তা না হলে বাড়ির মধ্যে থাকা অনেকের বড় ধরনের ক্ষতি হয়ে যেত। এ সময় আশপাশের বাসিন্দারাও আতঙ্কগ্রস্ত হয়ে পরে।’ 

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান মিয়া বাসযাত্রীদের বরাত দিয়ে জানান, ঈদের সময় ডাবল ট্রিপ দেওয়ার জন্য গাড়িটি বেপরোয়া চালাচ্ছিল। যেহেতু পাথরঘাটা শেষ স্টপেজ। তাই গাড়িতে মাত্র ৩ জন যাত্রী ছিল। স্থানীয়দের সহায়তায় তাদের পাথরঘাটা হাসপাতালে পাঠানো হয়েছে। 

পাথরঘাটা বিআরটিসি বাস কাউন্টার পরিচালক আবু মিয়া বলেন, ‘পদ্মাসেতু চালু হওয়ার পর থেকে পাথরঘাটা—ঢাকা রুটে বাসটি চলাচল করছিল। বাসের চালক ও হেল্পারের ফোন বন্ধ থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।’ 

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে তদন্ত চলছে। 

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার