হোম > সারা দেশ > পটুয়াখালী

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি

পানিতে ডুবে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন তাঁর সহপাঠীরা। আজ সোমবার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীর নাম হোসাইন মোহাম্মদ আসিক, তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র।

খবর পেয়ে নিয়ন্ত্রণে হাসপাতালে উপস্থিত হন–বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মো. খালেদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলামসহ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নিয়ে আসলেও ইমারজেন্সি ও আইসিইউতে কোনো ডাক্তার ছিল না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যার কিছু আগে আসিককে মৃত ঘোষণা করা হয়।

জানা যায়, আজ (সোমবার) পবিপ্রবির শিক্ষার্থী আসিফ বন্ধুদের সঙ্গে দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার কিছু আগে আসিককে মৃত ঘোষণা করার পর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হেমায়েত জাহান আজকের পত্রিকাকে বলেন, ’ নিহত শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম