হোম > সারা দেশ > বরিশাল

অবরোধে বরিশালে বাস চলছে কম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপি ও জামায়াতের চলমান অবরোধের প্রভাবে বরিশাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। একেবারে সীমিতসংখ্যক বাস চলছে। এদিকে সহিংসতা রোধে বরিশালে আজ মঙ্গলবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ৩৩ সাতক্ষীরা বিজিবির দুই প্লাটুন সদস্য আজ নগরে অবস্থান করতে যাচ্ছেন। 

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বরিশালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। তারা আজ মঙ্গলবারের মধ্যেই পৌঁছাচ্ছে। প্রয়োজন অনুযায়ী নগরসহ জেলার যেকোনো স্থানে তাঁরা দায়িত্ব পালন করবেন বলে জানান ডিসি শহিদুল।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামায়াতের অবরোধের প্রভাব নগরীতে দেখা যায়নি। সোমবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বিভিন্ন সড়কে রাতে মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের। 

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের তথ্যমতে, ঢাকাসহ দূরপাল্লা রুটে বাস চলাচল একেবারেই কম। পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন, যাত্রী সংকটের কারণে দূরপাল্লার রুটে বাস চলছে না। তবে অভ্যন্তরীণ রুটের বাস থেমে থেমে চলছে।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম