হোম > সারা দেশ > বরিশাল

অবরোধে বরিশালে বাস চলছে কম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএনপি ও জামায়াতের চলমান অবরোধের প্রভাবে বরিশাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। একেবারে সীমিতসংখ্যক বাস চলছে। এদিকে সহিংসতা রোধে বরিশালে আজ মঙ্গলবার থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। ৩৩ সাতক্ষীরা বিজিবির দুই প্লাটুন সদস্য আজ নগরে অবস্থান করতে যাচ্ছেন। 

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বরিশালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। তারা আজ মঙ্গলবারের মধ্যেই পৌঁছাচ্ছে। প্রয়োজন অনুযায়ী নগরসহ জেলার যেকোনো স্থানে তাঁরা দায়িত্ব পালন করবেন বলে জানান ডিসি শহিদুল।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামায়াতের অবরোধের প্রভাব নগরীতে দেখা যায়নি। সোমবার রাতে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বিভিন্ন সড়কে রাতে মহড়া দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতা-কর্মীদের। 

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের তথ্যমতে, ঢাকাসহ দূরপাল্লা রুটে বাস চলাচল একেবারেই কম। পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন, যাত্রী সংকটের কারণে দূরপাল্লার রুটে বাস চলছে না। তবে অভ্যন্তরীণ রুটের বাস থেমে থেমে চলছে।

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ব্যারিস্টার ফুয়াদের ভিডিও পোস্ট

শৈশবে মা-বাবা হারানো ববি ছাত্রের মৃত্যু `অপবাদে'

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব