হোম > সারা দেশ > ভোলা

ভোলার গ্যাসে জনগণ উপকৃত হচ্ছে না: মতবিনিময় সভায় বক্তারা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দক্ষিণাঞ্চলে ভোলার গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে বরিশালে নাগরিক আন্দোলনের প্রতিনিধি সভা হয়েছে। আজ শনিবার নগরীতে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনের আহ্বায়ক মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন–সংগঠনের ভোলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সিপিবির বরিশাল শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ। পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্ত্তী। 

সভায় বক্তারা বলেন, ভোলার এই গ্যাস উত্তোলন করলেও দেশি–বিদেশি লুটেরাদের মুনাফার কাজে আসছে। জনগণ উপকৃত হচ্ছে না। লুটেরাদের হাতে ভোলার গ্যাস না দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে বরিশাল বিভাগের শিল্পাঞ্চল ও আবাসিক খাতে সংযোগ দেওয়া উচিত। 

তারা আরও বলেন, ভোলা থেকে পাইপলাইন বসানোর জন্য সরকার অর্থ বরাদ্দ দিতে রাজি হচ্ছে না। অথচ ইন্ট্রাকোকে সিলিন্ডারে গ্যাস ভরে উচ্চমূল্যে বিক্রি করার অনুমতি দিচ্ছে। আবার বাপেক্স কূপ খননে সক্ষম হলেও রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দরপত্র আহ্বান ছাড়াই চড়া দামে নতুন কূপ খননের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। 

সভায় আগামী ১৫ জুলাই বরিশালে বিক্ষোভ সমাবেশ, জুলাই থেকে সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিক্ষোভ ও অক্টোবর মাসে গ্যাস সংযোগের দাবিতে ভোলা অভিমুখী লংমার্চ সফল করার আহ্বান জানানো হয়।

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম