পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার প্রধান সড়কে বেহাল দশা নিয়ে চলছে যানচলাচল। নিম্ন মানের উপকরণ ও যথাযথ তদারকির অভাবে সড়কের সিলকোট ভেঙে খানা-খন্দকে প্রায়শই উল্টে যাচ্ছে যানবাহন। এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে নাগরিকেরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরশহরের অন্তত চার কিলোমিটার সড়কের বেহাল দশা পড়ে আছে। শহরের প্রধান সড়ক সহ পৌরসভার সামনের সড়ক, উপজেলা সড়ক, রহতপুর সড়ক, এতিমখানা সড়ক, থানার সামনের সড়ক, হাই স্কুলের পেছনের সড়ক, রাডারের পেছনের সড়কসহ কয়েকটি সড়কের এমন একই অবস্থা দেখা যায়। ফলে যানবাহন নিয়ে চলাচলে মানুষ দুর্ভোগে পড়ছেন। সড়কের সিলকোট উঠে অসংখ্য গর্ত হয়ে গেছে। বর্তমানে বৃষ্টির পানি জমে এই সড়কগুলোর বেশি ক্ষতি হয়েছে। এ ছাড়া খানা খন্দকে জমে থাকা পানি যানবাহন চলাচলে ছিটকে পথচারীদের পরিধেয় পোশাকে আঁকছে কাঁদা মাটির আলপনা।
কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে। এখন সিসির বদলে আরসিসি করা হচ্ছে। গত ছয় মাসে ১০-১২ কিলোমিটার সড়ক আরসিসি করা হয়েছে। ভাঙা সকল সড়ক দ্রুত আরসিসি করণ সহ মেরামত করা হবে বলে জানান তিনি।