হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরের তিনটি আসনে লড়াইয়ে থাকলেন যেসব শক্তিশালী প্রার্থী

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের তিনটি আসনে মোট ২৫ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯ জন। তিনটি আসনে ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করেন।

তিনটি আসনে শক্তিশালী প্রার্থিরা হলেন পিরোজপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি এবারও নৌকা প্রতীকে লড়ছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। 

পিরোজপুর-২ আসনে লড়বে জাতীয় পার্টি জেপির (মঞ্জু) চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। তিনি সাবেক মন্ত্রী এবং বারবার নির্বাচিত সংসদ সদস্য। এলাকার লোকজনের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে। এই আসনে নৌকার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 

পিরোজপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী। ২০১৮ সালে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন দপ্তর, পথেঘাটে সাঁটিয়ে দেন ‘সরকারি যেকোনো কাজের জন্য ঘুষ দেওয়া-নেওয়া চলবে না’—এ রকম লেখাসংবলিত স্টিকার। এই স্টিকারের একপাশে দেওয়া হয় রুস্তম আলী ফরাজীর ছবি। নিচে তাঁর মোবাইল নম্বর ও পরিচয়। ফরাজীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন মঠবাড়িয়ার সব মহলের মানুষ। এলাকার লোকজনের সঙ্গে রুস্তম আলী ফরাজীর যোগাযোগ ও সম্পর্ক ভালো।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে ছয়জন বৈধ প্রার্থীর মধ্যে দুজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ আসনে বৈধ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৈধ প্রার্থীরা হলেন বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জাতীয় পার্টি (জাপা) মনোনীত মো. নজরুল ইসলাম, তৃণমূল বিএনপি ইয়ার হোসেন রিপন। এ আসনে প্রত্যাহার করা প্রার্থীরা হলো জাসদ (ইনু) সাইদুল ইসলাম ডালিম ও জাকের পার্টি মনোনীত ফরহাদ আহমেদ।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছাড়াবাদ) আসনে নয়জন বৈধ প্রার্থীর মধ্যে প্রত্যাহার করেছেন দুজন। এ আসনে বৈধ প্রার্থী মোট সাতজন। বৈধ প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান ও বর্তমান এমপি আনোয়ার হোসেন মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দীন মহারাজ (স্বতন্ত্র), মো. মাহতাব উদ্দিন মাহমুদ (গণফ্রন্ট), মো. ছগির মিয়া (বাংলাদেশ কংগ্রেস), মো. জাকির হোছাইন (বাংলাদেশ তরীকত ফেডারেশন), মোহা. মিজানুর রহমান (বাংলাদেশ সুপ্রিম পার্টি) ও আবুল বাশার (ন্যাশন্যাল পিপলস পার্টি)। এ আসনে প্রত্যাহার করা প্রার্থিরা হলেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস ও মো. ফয়ছাল (জাকের পার্টি)। 

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মোট ১০ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন। প্রত্যাহার করেছেন দুজন প্রার্থী। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ডা. মো. রুস্তুম আলী ফরাজী, মো. শহীদুল ইসলাম (বাংলাদেশ তরীকত ফেডারেশন), মো. আমির হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), মো. শামীম শাহনেওয়াজ (স্বতন্ত্র), মো. মাশরেকুল আজম রবি (জাপা), মো. জাসেম মিয়া (মুক্তিজোট), হোসাইন মোশারেফ সাকু (বাংলাদেশ কংগ্রেস) ও মো. শহিদুল ইসলাম (বাংলাদেশ কল্যাণ পাটি)। 

এ আসনে প্রত্যাহার করা প্রার্থিরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান ও চন্দ্র শেখর ওঝা (জাকের পটি)।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫