হোম > সারা দেশ > ভোলা

ভোলায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী ও মেয়ে আহত

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় নুর নাহার (৪৫) বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে তাঁর স্বামী মো. জাকির পাটোয়ারী (৫২) ও শিশুকন্যা নীলা (১০) আহত হন। 

গতকাল শনিবার রাতে ওই উপজেলার বাজারের দক্ষিণ পাশে একটি পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারে ঘুরতে বের হয়েছিলেন তাঁরা। ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৯টার দিকে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি চরফ্যাশন বাজারের দক্ষিণ পাশের একটি পেট্রল পাম্পের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই দ্রুতগামী একটি ট্রাক্টর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে গৃহবধূ নুরনাহার ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তাঁর স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। 

খবরের সত্যতা নিশ্চিত করে আজ রোববার সকালে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনার পর ট্রাক্টরচালক গাড়িটি রেখে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক্টরটি চরফ্যাশন থানার পুলিশ জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় পুলিশ সুপারের অনুমতি নিয়ে নিহতের মরদেহ রাত ১১টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত