হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় চুরি করা অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে আটক ৩ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন তিন যুবক। পরে গণধোলাই দিয়ে তাঁদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আটক ব্যাক্তিরা হলেন নাচনাপাড়া ইউনিয়নের শতকর এলাকার দুলাল (২৬), একই ইউনিয়নের অলিউল্লাহ (২১) ও আনোয়ার শাহিন (১৮)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হারুন মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। বিষয়টি গতকাল শুক্রবার সকালে এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর দুপুরের দিকে চুরি করা অটোরিকশা নিয়ে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন আটক আসামিরা। পথে দুর্ঘটনাবশত অটোরিকশা উল্টে যায়। উদ্ধার করতে গিয়ে আগের রাতে চুরি হওয়া অটোরিকশাটি নজরে আসে স্থানীয়দের। এরপর স্থানীয়রা তাঁদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা জব্দ করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা অটোরিকশা ছাড়াও এই এলাকায় আরও বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম