বরিশাল-ভোলা সড়কের টুঙ্গিবাড়িয়ায় বেইলি ব্রিজ ভেঙে লোহার কুচিভর্তি ট্রাক খালে পড়ে গেছে। মাত্র এক মাস আগে নির্মিত ব্রিজটি গতকাল শনিবার মধ্যরাতে ভেঙে পড়ে। তাতে ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ব্রিজটি মেরামত করতে দুই-তিন দিন লাগতে পারে।
গতকাল শনিবার রাতে রড তৈরির কাঁচামালের ২৫ টন লোহার কুঁচিভর্তি ট্রাকটি ওই ব্রিজ পার হচ্ছিল। এ ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী অল্পের জন্য রক্ষা পান। বেনাপোল থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে বরিশাল হয়ে যাচ্ছিল ট্রাকটি।
স্থানীয়দের অভিযোগ, যেনতেনভাবে মাত্র এক মাস আগে ব্রিজটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সদর উপজেলার ৯ নম্বর টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদিরা রহমান বলেন, মাত্র এক মাস আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু এর নির্মাণ মানসম্মত হয়নি। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। সড়কের যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন আজকের পত্রিকাকে বলেন, ২০ টন ধারণক্ষমতার বেইলি ব্রিজটিতে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ওঠাতেই দুর্ঘটনা ঘটেছে। তাতে সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়েছে। ব্রিজটি ঠিক করতে অন্তত দুদিন লাগবে বলে তিনি জানান।