হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী পৌরসভায় আবারও মেয়র নির্বাচিত মহিউদ্দিন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ। তিনি বর্তমানে পটুয়াখালী পৌরসভার মেয়র। নির্বাচনে মহিউদ্দিন আহমেদ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. শফিকুল ইসলাম মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। অর্থাৎ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে মহিউদ্দিন আহমেদ পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।

তিনি বলেন, ‘আজ শনিবার সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।’

এদিকে নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন মো. এনায়েত হোসেন (নারকেলগাছ প্রতীক), আবুল কালাম আজাদ (রেল গাড়ি) ও মো. নাসির উদ্দিন খান (কম্পিউটার প্রতীক)। এ ছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গত পাঁচ বছর এই শহর এবং প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। তাই মানুষ এর প্রতিদান হিসেবে আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে কৃতজ্ঞ। আগামী পাঁচ বছর ইনশা আল্লাহ মানুষের জন্য বরাবরের মতোই কাজ করব।’

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম