হোম > সারা দেশ > বরগুনা

নির্মিতব্য ঘরের টাকাও পুড়ল ঘরের আগুনে

বরগুনা প্রতিনিধি

কয়েক ঘণ্টা আগেও এখানে বসতি ছিল, আসবাবপত্রে সাজানো ছিল সংসার। কিন্তু এখন সবই পুড়ে কয়লা। নতুন ঘর তোলার জন্য আলমারিতে রাখা ৮ লাখ টাকাও পুড়ে গেছে সর্বনাশা আগুনে। পুড়ে যাওয়া টাকার বাকি অংশগুলো রাখা একটি গামলা সামনে নিয়ে কয়েকজন বসে আছেন। চেহারাই বলে দিচ্ছে, পুড়ে যাওয়া এই বাড়ির মালিক তাঁরা।

গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বাজারসংলগ্ন কর্মকারপাড়ায় আগুনে পুড়েছে পাঁচটি ঘর। এই ঘরগুলো বাজারেরই ক্ষুদ্র ব্যবসায়ী শ্যামল, সমীর, স্বপন ও কমল কর্মকারের। এর মধ্যে শ্যামল পেশায় কামার, সমীর স্বর্ণকার, স্বপন দরজি ও কমল কামারের কাজ করেন।

সমীর কর্মকার বলেন, তাঁর বাসার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় ঘরের লোকজন পাশে উজ্জ্বলের বাসায় গিয়েছিল। আগুন দেখে তড়িঘড়ি করে ছুটে আসে। তবে ঘরের কোনো কিছুই আগুনের হাত থেকে বাঁচানোর সুযোগ ছিল না। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন।

ঘণ্টাখানেক পর বরগুনা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পাঁচটি ঘর একেবারে পুড়ে গেছে। স্বপন কর্মকার বলেন, ‘আমার ও পরিবারের অন্যদের পরনের কাপড় ছাড়া কিছুই নেই।’

সমীর বাজারের স্বর্ণ কারিগর। তিনি বলেন, ‘ঘরে প্রায় আট ভরি সোনা ও ৬০ হাজারের মতো টাকা ছিল। সব পুড়ে গেছে। এ ছাড়া কমলের ঘরের দরজি কাপড়, সেলাই মেশিনও পুড়েছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুমন মল্লিক বলেন, পরিবারগুলোর নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র মিলিয়ে পাঁচটি ঘরের প্রায় এক কোটি টাকার সম্পদ আগুনে পুড়েছে। তাঁদের দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।

ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি। কিন্তু রাস্তা খারাপ থাকায় পৌঁছাতে সময় লেগেছে। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।’

বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় সরকারি সহায়তা দেওয়া হবে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার