হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শিশুরা হল, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের মিজানুর রহমানের ১৫ মাস বয়সী ছেলে জিহাদ হোসেন ও উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের নারায়ণ হালদারের ছেলে নীলয় হালদার (৮)। 

জানা যায়, আজ সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জিহাদ। পরে বাড়ির লোকজন পুকুর থেকে জিহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে, শিশু নীলয় হালদারও খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন নীলয়কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পুকুর থেকে নীলয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুর্শিদা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই দুটি শিশুই মারা যায়। 

আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার